নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : অবশেষে টাঙ্গাইলে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাড়িতে গড়ে তোলা অস্থায়ী আশ্রমের মানসিক ভারসাম্যহীনদের ঠাঁই হয়েছে সরকারি আশ্রমে। রবিবার (৯ মার্চ) রাতে মানসিক ভারসাম্যহীন পুরুষদের ময়মনসিংহ ও মেয়েদের গাজিপুরের কাসিমপুর পাঠানো হয়।
টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফ বলেন, মেয়ে যারা আছে মানসিক ভারসাম্যহীন তাদেরকে গাজিপুরের কাশিমপুর সরকারি মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে। এছাড়া পুরুষ যারা রয়েছে, তাদেরকে ময়মনসিংহ মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মোতালেব মিয়া, প্রবেশন অফিসার জেলা সমাজসেবা মো. সৌরভ তালুকদার ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম।
ঢাকা/ইবিটাইমস/এসএস