লালমোহন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক হলেন অধ্যাপক এম. এ জাহের

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য পরিচালক নিয়োগ দিয়েছেন অধ্যাপক এম. এ জাহেরকে।
গত শুক্রবার সকাল দশটায় সংস্থার অফিস রূমে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কার্যকরি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা সূত্রে জানা যায়, ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ঐক্যমতে এই সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী এস. কামাল বলেন, আমরা দীর্ঘ ছয়মাস ধরে  সার্বক্ষনিক সময় দেয়ার মতো একজন পরিচালক খুঁজতে ছিলাম। চার সদস্যের কমিটি একমাস ধরে চেষ্টা করে পাঁচজনের প্রস্তাব পাই। একজন বর্তমান সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসাইন, মাওলানা রায়হান মাহমুদ, বাংলাবাজার রেসিডেনসিয়াল মাদরাসার পরিচালক কামরুল ইসলাম, ভোলা রেসিডেনসিয়াল মাদরাসার শিক্ষক হাসনাইন আহমদ ও ইসলামিক মডেল মাদরাসার সাবেক পরিচালক অধ্যাপক এম এ জাহের। আমরা যাচাই বাছাই করে সর্বোচ্চ যোগ্য ও অভিজ্ঞ হিসেবে জাহের সাহেবের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক সফিকুল হক মিয়া বলেন, আমাদের সংস্থার উপদেষ্টা পরিষদ থেকে আমরা ছয় দফা পরামর্শ পেয়েছি। একদফা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি বাকিগুলো গঠনতন্ত্র ও সমাজসেবা অফিসের বাই,ল দেখে বাস্তবায়ন করবো। এ বিষয়ে অধ্যাপক জাহেরের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলো সামাজিক প্রতিষ্ঠান । সবার সহযোগিতা নিয়ে এই সংস্থার মাধ্যমে সত্যিকারের একটি ইসলামী সমাজ কায়েমের পথ সুগম করবো।
উল্লেখ্য যে, লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডে একসময়ের জাহাজ বিড়ির কারখানাটিসহ ১৯ শতক জমি বিশিষ্ট শিল্পপতি শামছুল হক মাষ্টার সাহেব ১৯৯৬ সালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে দান করেন। ২০০০ সালে সেখানে ইসলামীক মডেল মাদরাসা ও একটি পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। যার প্রতিষ্ঠাতা পরিচালক হন মরহুম মাওলানা হারুনুর রশিদ হেলালি। ২০০২ সালের ৩১ ডিসেম্বর তার আকশ্মিক মৃত্যুতে অধ্যাপক আব্দুজ জাহের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০১০ সালে  লালমোহন কামিল মাদরাসার হেড মুহাদ্দিস, রমাগঞ্জ ইউনিয়ন কাজি, জামায়াতে ইসলামীর বর্তমান আমীর মাওলানা আব্দুল হক পরিচালক হিসেবে নিয়োগ পেয়ে সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন।
আরো জানা যায়, এখানে ২০১৫ সালে লালমোহন মডেল একাডেমী নামে একটি স্কুল শাখা রয়েছে। সম্প্রতি তিনি সময় দিতে না পারায় একজন সার্বক্ষনিক সময় দেয়ার জন্য পরিচালক প্রয়োজন হয়। সেই প্রক্রিয়ায় গত শুক্রবার সংস্থার কার্যকরি কমিটির সভায় অধ্যাপক আব্দুজ জাহেরকে পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »