ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পিরোজপুর: পিরোজপুরে সেহরি ও ফজরের নামাজ শেষে কোরআন তেলাওয়াত কালে মর্জিনা বেগম (৭০) নামের এক বৃদ্ধার গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ মো. মিলন শেখ (৪০) নামের একজনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত মিলন শেখ জেলার সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামের মৃত সুলতান রহমান শেখের ছেলে। বুধবার (০৫ মার্চ) দুপুরে জেলা পুলিশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত মঙ্গলবার (৪ মার্চ) ভোরে পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামের ভুক্তভোগী মর্জিনা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করলে মোঃ মিলন শেখ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান বলেন, গতকাল মঙ্গলবার সেহরি ও ফজরের নামাজ শেষে মর্জিনা বেগম নামের ওই বৃদ্ধা কোরআন তেলাওয়াত করতে ছিলেন। এ সময় হঠাৎ আন্ত: জেলা চোর চক্রের সদস্য মিলন শেখ ওই বৃদ্ধার ঘরে প্রবেশ করে বৃদ্ধা মর্জিনা বেগম এর পিছন থেকে তার গলায় থাকা চেইন টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় মর্জিনা বেগম পিছন দিকে তাকিয়ে আসামি মিলন শেখকে দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করেন এবং তার গলার চেইন রক্ষা করার চেষ্টা করেন। আসামি মিলন শেখ চেইন চুরি করার জন্য মর্জিনা বেগমকে গলা চেপে ধরে মারপিট শুরু করে। একপর্যায়ে মিলন শেখ মর্জিনা বেগমের গলায় থাকা ১টি লকেট সহ স্বর্নের চেইন এবং কানে থাকা এক জোড়া স্বর্নের কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। কানের দুল কান থেকে টেনে নেওয়ার সময় মর্জিনা বেগমের ডান কানের লাতি ছিড়ে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা মর্জিনা বেগমকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ভুক্তভোগী মর্জিনা বেগমের অভিযোগের ভিত্তিতে পিরোজপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিকে আটক করে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস