ভোলা মিডিয়া ক্লাব’র যাত্রা শুরু; নের্তৃত্বে শিমুল-আরিফ-শাকিল

ভোলা প্রতিনিধি: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভোলায় গণমাধ্যম কর্মীদের মধ্যে যখন বিভাজন প্রকট; ঠিক তখন গণমাধ্যম কর্মীদের একটি প্লাটফর্ম তৈরির লক্ষ্যে তরুণ গণমাধ্যম কর্মীদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল গণমাধ্যমকর্মিদের সম্মতিক্রমে যাত্রা শুরু করলো ‘ভোলা মিডিয়া ক্লাব’।

উপস্থিত গণমাধ্যম কর্মীদের সম্মতিক্রমে দৈনিক অমৃতালোক সম্পাদক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিনকে প্রধান উপদেষ্টা, শিমুল চৌধুরী (রুপালি বাংলাদেশ) কে সভাপতি, মোঃ আরিয়ান আরিফ (অমৃতালোক) কে সাধারণ সম্পাদক ও সাখাওয়াত হোসেন শাকিল (বিজনেস বাংলাদেশ) কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়।

শনিবার (১ মার্চ) বিকেলে দৈনিক অমৃতালোক কার্যালয়ে অনুৃষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।

সাংবাদিক শিমুল চৌধুরীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম ‘ভোলা মিডিয়া ক্লাব’ চুড়ান্ত হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ বেল্লাল নাফিজ (আজকের ভোলা), যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নয়ন (ইত্তেফাক), সহ সম্পাদক ইসমাইল হোসেন আরিফ (বাংলা ভিশন), সহ-সাংগঠনিক সম্পাদক হাসান পিন্টু (মানবজমিন), কোষাধ্যক্ষ মীর জামাল উদ্দিন তানু (অমৃতালোক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন (দি রিপোর্টার), পাঠাগার সম্পাদক গাজী তাহের লিটন (আওয়ার টাইম বিডি), দফতর সম্পাদক ইয়ারুল আলম হেলাল (বাংলাদেশ মিরর), নির্বাহী সদস্য সীমান্ত হেলাল (যায়যায়দিন) ও আনোয়ার সুজন (মানব কন্ঠ)।

ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি শিমুল চৌধুরী জানান, ভোলা মিডিয়া ক্লাব হবে ভোলা জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের আস্থার ঠিকানা। তিনি এজন্য সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

মনজুর রহমান/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »