টাঙ্গাইলের বাসাইলে এতিমদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে হেল্প এন্ড নলেজের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ভাতা প্রদান করা হয়েছে। হেল্প এন্ড নলেজ কর্তৃক এডুকেশন অব অরফান্স সাপোর্ট প্রোগ্রামের আওতায় এতিমদের জীবনমান উন্নয়নের জন্য আজ শনিবার দুপুরে উপজেলার গিলাবাড়িতে ১৭৭জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল শফিকুল আলম সেলিম, এরিস্টোর্ফামার সহযোগী পরিচালক সাইফুল ইসলাম, কৃষিবিদ শাহাদাৎ হোসাইন, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার শহিদুল আলম শামীম, সহাকারী অধ্যাপক আনিছা আখতার চৌধুরী, সহকারী জজ নাজিউল হাসান পিয়াসসহ অন্যরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন হেল্প এন্ড নলেজের নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান।

অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে নগদ ৮ হাজার করে টাকা, স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ করা হয়।

প্রসঙ্গত, হেল্প এন্ড নলেজ এডুকেশন অব অরফান্স সাপোর্ট প্রোগ্রামের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরমধ্যে কোরবানির মাংস বিতরণ, রামাদান প্রোগ্রাম, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল বিতরণ, বর্নাতদের জন্য সাহায্য, বিধবা ভাতা প্রদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভাতাসহ বিভিন্নভাবে অসহায়দের সাহায্য করে আসছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »