ইবিটাইমস: ওয়াশিংটন ডিসিতে প্রায় ১৬ বছরের মধ্যে ঘটা সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনার পর তদন্তকারীরা ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ ব্ল্যাক বক্স উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) বলছে, পোটোম্যাক নদীতে যাত্রীবাহী উড়োজাহাজ ও একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের এ ঘটনার প্রাথমিক প্রতিবেদন ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
এনটিএসবি কর্মকর্তারা আরও জানিয়েছেন, ‘অনেক তথ্য আছে, তবে এটা যাচাই করার জন্য কিছু সময় প্রয়োজন।’
এর আগে এ দুর্ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোক প্রকাশ করে বলেন, বুধবার রাতের এ ঘটনায় ‘আমাদের হৃদয় ভেঙে গেছে’।
আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে ৬৪ জন এবং হেলিকপ্টারে তিনজন আরোহী ছিলেন। কর্মকর্তাদের ধারণা, তাদের কেউই বেঁচে নেই।
একটি অডিও ক্লিপে এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে হেলিকপ্টারের ক্রুদের জিজ্ঞাসা করতে শোনা যায় যে তারা বিমানটি দেখতে পাচ্ছেন কিনা।
ডেস্ক/ইবিটাইমস/এনএল