ড.মিজানুর রহমান আজহারীর বয়ান শুনলেন কয়েক লাখ মানুষ
ইবিটাইমস ডেস্কঃ শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দীর্ঘ পাঁচ বছর পর ওয়াজ করেন ড.মিজানুর রহমান আজহারী।
রাত সাড়ে ৯টায় মঞ্চে ওঠেন ড. মিজানুর রহমান আজহারী। ৯টা ৩৫ মিনিট থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ওয়াজ করেন তিনি। দেশের অন্যতম জনপ্রিয় এই ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনে মুগ্ধ হয়েছেন কক্সবাজার ও বিভিন্ন জেলা থেকে আগত কয়েক লাখ মানুষ।
মাওলানা মিজানুর রহমান আজহারী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাধ্য হয়ে মালয়েশিয়া প্রবাসী হন। তিনি এই সময় মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম ধর্মের একটি বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
গত ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তন হওয়ার কিছুদিন পর তিনি সপ্তাহ খানেক দেশে বেড়িয়ে যান। মিজানুর রহমান আজহারী জানান, তিনি জানুয়ারি মাস থেকে দেশের আটটি বিভাগে বিভাগীয় ওয়াজ মাহফিল করবেন।
পেকুয়ার ওয়াজ মাহফিলে আজহারী আল্লাহর শেষ নবী ও রাসূল মুহাম্মদ (সা.) ও সাহাবি হজরত ওমর ফারুকের জীবনীসহ ২৪-এর গণঅভ্যুথান ও পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে অনুরোধ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ওয়াজে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের জাতীয় ঐক্যের ডাকের কথা উল্লেখ করেন।
কক্সবাজার থেকে বিভিন্ন সূত্র জানায়, ওয়াজের দিন সকাল থেকে আজহারীর আসার খবরে মানুষের ঢল নামে কক্সবাজার এলাকায়। কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাহফিলস্থল ও আশেপাশের এলাকা। তাফসিরকে কেন্দ্র করে ময়দানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসন।
এদিন সকাল ১০টা থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন, মনিরুল ইসলাম মজুমদার। মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হওয়ায় অতিরিক্ত মানুষের চাপে দুই কিলোমিটার এলাকাজুড়ে মোবাইল ইন্টারনেটসেবা কিছুটা ব্যহত হয়।
রাতে মাহফিলস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। অনেককে দাঁড়িয়ে বয়ান শুনতে দেখা যায়।
পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী জানান, আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামি আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। প্রায় দেড় ঘণ্টা বয়ান করেন মিজানুর রহমান আজহারী।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ওয়াজের পর সংবাদ মাধ্যমকে বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী হুজুরের বয়ান শেষ হয়েছে। মাহফিলে কয়েক লাখ মানুষের উপস্থিতি ছিল। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে।
কবির আহমেদ/ইবিটাইমস