ভিয়েনা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এক ইসরায়েলি সেনার নিহতের কারনে, ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল অস্ট্রিয়ার আকাশে ইউরো ফাইটার টাইফুনের প্রশিক্ষণ অধ্যক্ষের কারসাজি: মাদ্রাসায় না গিয়েও বেতন-ভাতা নিচ্ছেন শিক্ষক চরফ্যাশনে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি লালমোহনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ ‘তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চলছে পঞ্চম দিনে আপিল শুনানি বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ : মিলার ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকা ৩ ডাকাতের আত্মসমর্পণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকা তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তারা আত্মসসর্পণ করেন।

পরে তিন ডাকাতকে ঘটনাস্থল থেকে নিয়ে গেছে র‌্যাব। ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকরা ভেতরেই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) খালিদুল হক হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

তিনি বলেন, আত্মসমর্পণকৃত ডাকাতরা নিজেদের নাম নিরব, নিলয় ও নিবিড় বলে জানিয়েছে । তাদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। প্রত্যেকে মাস্ক পরা ছিলেন। ডাকাতরা প্রাথমিকভাবে তাদের যে পরিচয় দিয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের এ শাখাটিতে ডাকাতদল প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রাখে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকা ৩ ডাকাতের আত্মসমর্পণ

আপডেটের সময় ০৭:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ইবিটাইমস ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকা তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তারা আত্মসসর্পণ করেন।

পরে তিন ডাকাতকে ঘটনাস্থল থেকে নিয়ে গেছে র‌্যাব। ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকরা ভেতরেই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) খালিদুল হক হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

তিনি বলেন, আত্মসমর্পণকৃত ডাকাতরা নিজেদের নাম নিরব, নিলয় ও নিবিড় বলে জানিয়েছে । তাদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। প্রত্যেকে মাস্ক পরা ছিলেন। ডাকাতরা প্রাথমিকভাবে তাদের যে পরিচয় দিয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের এ শাখাটিতে ডাকাতদল প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রাখে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন