ইবিটাইমস, ঢাকা: কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বড়দিন’ এবং ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন সংক্রান্ত আইন-শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, অবৈধ কোনো বিদেশিকে থাকতে দেয়া হবেনা। তবে দেশে অবৈধ বিদেশিদের সংখ্যা কত-সেটি জানাতে পারেননি উপদেষ্টা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জানান, সিলেট, বেনাপোলসহ সীমান্তে বিজিবি পুরো সতর্ক রয়েছে।
থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়ানো নিষেধ করা হয়েছে এবং রাস্তাঘাটে মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। থার্টি-ফার্স্ট নাইটে তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় পানি-টানি খায়, এ ধরনের কাজ প্রকাশ্যে না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, অনেক সময় থার্টিফার্স্ট নাইটে তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এ বিষয়ে গণমাধ্যম আগে-ভাগেই নিষেধ করলে তারা সাবধান হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, থার্টি-ফার্স্ট নাইটে সব বার বন্ধ রাখা হবে।
তিনি বলেন, যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজি ও ফানুস কোনোটাই অ্যালাউড না, সেহেতু আমরা থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানোর বিষয়ে নিষেধ করেছি, কেউ যেন ফানুস না ওড়ায়।
সভায় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন