নেতানিয়াহুসহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

ছবি- রয়টার্সের সৌজন্যে ছবি- রয়টার্সের সৌজন্যে

ইবিটাইমস ডেস্ক: যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত মে মাসে নেতানিয়াহু, গ্যালান্ট ও হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান।

পরোয়ানা জারির সিদ্ধান্ত প্রসঙ্গে বৃহস্পতিবার আইসিসির বিচারকরা বলেছেন, গাজায় দুর্ভিক্ষ ও ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের পেছনে নেতানিয়াহু ও গ্যালান্ট দায়ী বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে।

দেইফের গ্রেপ্তারি পরোয়ানায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলাসহ আরও বেশ কিছু অভিযোগ তালিকাভুক্ত করা হয়েছে। গণমাধ্যমে প্রচারিত তার নিহত হওয়ার সংবাদ যাচাই করতে তথ্য সংগ্রহ করাও অব্যাহত রাখতে বলেছে মামলার কৌঁসুলিরা।

গ্রেপ্তারি কর্মকাণ্ডের জন্য আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। এই কাজে তারা সদস্য রাষ্ট্রগুলোর ওপর নির্ভর করে। আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সব দেশ, যুক্তরাজ্য, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া, কানাডা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে ফিলিস্তিন ও জর্ডান।

এদিকে, আইসিসির এই আদেশ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে দাবি করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »