ভিয়েনা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ১৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে আটক করা হয়েছে। চট্টগ্রাম নগরের খুলশী তুলাতুলী এলাকার একটি বাসা থেকে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হেলালুদ্দীন আহমদকে আটক করা হয়েছে। তিনি থানায় আছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা হেলালুদ্দীন আহমদ। ২০২২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসরে যান হেলালুদ্দীন আহমদ।

চট্টগ্রাম আদালতে ১৮ সেপ্টেম্বর একরামুল করিম নামের এক মুক্তিযোদ্ধা তার নামে একটি মামলা করেন। এ মামলায় হেলালুদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন গ্রেপ্তার

আপডেটের সময় ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

ইবিটাইমস ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে আটক করা হয়েছে। চট্টগ্রাম নগরের খুলশী তুলাতুলী এলাকার একটি বাসা থেকে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হেলালুদ্দীন আহমদকে আটক করা হয়েছে। তিনি থানায় আছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা হেলালুদ্দীন আহমদ। ২০২২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসরে যান হেলালুদ্দীন আহমদ।

চট্টগ্রাম আদালতে ১৮ সেপ্টেম্বর একরামুল করিম নামের এক মুক্তিযোদ্ধা তার নামে একটি মামলা করেন। এ মামলায় হেলালুদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন