১৬ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৮১৯ জন নিহত: এইচআরএসএস

ইবিটাইমস, ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনে ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৩১১ জন এবং ৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৫০৮ জন মারা গিয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ২৪ এর গণঅভ্যুথানে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিকটিমের পরিবার, হাসপাতাল এবং দৈনিক পত্রিকার তথ্য অনুযায়ী ৮১৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৬৩০ জনের নাম জানা গেলেও ১৮৯ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে বিশ্বাসযোগ্য তথ্য নিহতের সংখ্যা একহাজার হবে বলেও জানান এইচআরএসএস। এরমধ্যে বয়স সম্পর্কে পাওয়া তথ্যমতে ১৮ বছরের কম বয়সি শিশু ৮৩, তরুণ ও যুবক ২৪০, মধ্যবয়সী ১২৬ এবং ৫০ ঊর্ধ্বে ২১ জন নিহত হয়েছে।

এছাড়া সারাদেশে কমপক্ষে ২৫ হাজার মানুষ আহত হয়েছেন। আন্দোলনকে কেন্দ্র করে ২৭০ জন সাংবাদিক আহত এবং  নিহত হয়েছেন ৫ জন। সংবাদ সম্মেলনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিহতদের তালিকা প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »