ভিয়েনা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে: আইন উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৪ আগষ্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে।

তিনি আরও বলেন, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ৩ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ যোগ দিয়েছে, আশাকরি ৩১ আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। রোজিনা ইসলাম ও মাহমুদর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে।

আইন উপদেষ্টা বলেন, বৈষম্য সর্বব্যাপী। ধর্মের ভিত্তিতে, রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তা নিরসন করা হবে।

বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল।

এসময় এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, ভোটাধিকার নিশ্চিত করতেই কাজ করছেন তারা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইন বাতিল ও অনিয়ম অনুসন্ধানে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করা হবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

৩৩ বছর ধরে বন্ধ লালমোহন পাবলিক লাইব্রেরি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে: আইন উপদেষ্টা

আপডেটের সময় ০৮:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

ইবিটাইমস, ঢাকা: জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৪ আগষ্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে।

তিনি আরও বলেন, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ৩ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ যোগ দিয়েছে, আশাকরি ৩১ আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। রোজিনা ইসলাম ও মাহমুদর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে।

আইন উপদেষ্টা বলেন, বৈষম্য সর্বব্যাপী। ধর্মের ভিত্তিতে, রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তা নিরসন করা হবে।

বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল।

এসময় এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, ভোটাধিকার নিশ্চিত করতেই কাজ করছেন তারা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইন বাতিল ও অনিয়ম অনুসন্ধানে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করা হবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন