তোমাকে দেখতে চাই

মুনতাহা আক্তার বীথিঃ আমি তোমাকে দেখতে চাই

গ্যালারির স্কিনে নয়,তোমাকে ছুঁতে চাই সহস্র এমবিপিএস স্পীডের ভিডিও কলের পার্টিশনে নয়।

ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও সাইবারের সব তার কেটে নেটওয়ার্কের বাহিরে।

উন্মাদ আকাশ, বিদ্যুৎ চমকানো গগনে,

হৃদয়ে যখন জাগে নেশা কদম তলায় পবনে,নবঘন সিক্ত বৃষ্টির পরশে

কদম গুচ্ছের সোনালী জালি ছিড়তে ছিড়তে, ছাতা বেয়ে বৃষ্টি পানি ছুঁইতে তোমাকে চাই।

তোমাকে চাই নবঘন আষাঢ়ে উন্মুক্ত মাঠে থৈ থৈ পানিতে

একসাথে পা ভিজাতে, বৃষ্টিতে ডিঙ্গি নৌকার বৈঠায়, দুই পাশের অযুত শোভায়

পালের শাড়িতে তোমার নাম আলপনায়,তোমাকে চাই

সামনে সমুদ্র রেখে মুখোমুখি হাজার ঝিনুকের মাঝে

হুডিতোলা রিকশায় ব্যস্ত শহরতলীর আঙিনায়,

তোমাকে সাত কদমের রাস্তায় হাতে বাদামের খোসায়….

মুনতাহা আক্তার বীথি, কবি ও লেখিকা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »