টাঙ্গাইলে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের গুলি, আহত ৭, এমপি’র বাসভবনে ভাংচুর ও অগ্নিসংযোগ

টাঙ্গাইল প্রতিনিধিঃ এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় রোববার বেলা সাড়ে ১১টার দিকে বটতলা ও সাবালিয়া এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি ও হামলা চালায় ছাত্রলীগ। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে আন্দোলনকারীদের তোপের মুখে ছাত্রলীগ পিছু হটতে বাধ্য হয়। সংর্ঘষে দুইজন গুলিবিদ্ধসহ ৭জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা শহরের বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের গাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
পরে আন্দোলনকারীরা সেখান থেকে শহরের আদালতপাড়া এলাকায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির বাসায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় ৭টি মোটর সাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাংচুর করে।
এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে দোকানপাট বন্ধ রয়েছে। জেলায় সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। কর্মসূচি চলাকালে পুলিশ, র‌্যাবসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যাচ্ছে।তবে শনিবার রাতে আওয়ামী লীগ বর্ধিত সভা করে মাঠে থাকার ঘোষনা দিলেও তাদের কাউকেউ দেখা যায়নি।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »