ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বাদলকাঠি গ্রামের সুমন হাওলাদার ও নুপুর হাওলাদারের একান্নবর্তি ২ পরিবারের বসতবাড়ী আগুন লেগে পুড়ে ছারখাড় হয়েছে।
দিবাগত রাত ২টার সময় বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুন চারিদিকে ছড়িয়ে পরার পরে পরিবারের লোকজন চিৎকার করলে পার্শবর্তি প্রতিবেশিরা এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।
বিলম্বে সংবাদ পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আসেপাশের বাড়িগুলো রক্ষা পায়। এই ঘটনায় পরিবারে কেহ হতাহত হয়নি তবে, গৃহ পালিত হাস-মুরগীসহ বসত বাড়ির যাবতিয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে এই ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস