ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
মেলায় উপজেলায় স্কুল-মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীকে পাঁচটি করে বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা উপহার দেওয়া হয়েছে।
এছাড়া আরো একশত কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এরপর মেলায় ১১ ধরনের বিভিন্ন পদ্ধতির কৃষি পণ্যের স্টল পরিদর্শন করেন অতিথিরা।
এর আগে কৃষি ও প্রযুক্তি মেলা উপলক্ষ্যে একটি র্যালি বের হয়। এ সময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আমিন এবং মেহেদী হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস