টাঙ্গাইলে কোটা বি‌রোধী‌ আন্দোল‌নে মহাসড়‌কে যানচলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব গোল চত্ত্বর এলাকায় অবস্থা ক‌রে কোটা বি‌রোধী কর্মসূচী পালন কর‌ছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যানবাহন চলাচল বন্ধ‌ র‌য়ে‌ছে।
বুধবার (১৭ জুলাই) সকাল সা‌ড়ে ১০টা হ‌তে বঙ্গবন্ধ‌ু সেতু গোল চত্ত্বর এলাকায় অবস্থান নি‌য়ে শিক্ষার্থীরা বি‌ভিন্ন স্লোগান দি‌চ্ছে। আন্দোল‌নের কার‌ণে বঙ্গবন্ধ‌ু।‌সেতুর উপরসহ মহাসড়‌কের প্রায় ১০ কি‌লো‌মিটার এলাকায় প‌রিবহন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীরা এই আন্দোল‌নে যুক্ত হ‌য়ে‌ছে।
এদি‌কে মহাসড়‌কে প‌রিবহন চলাচল না করায় বঙ্গবন্ধ‌ু সেতু‌তে টোল আদায় বন্ধ রে‌খে‌ছে সেতু কর্তৃপক্ষ। ফ‌লে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে চলাচলকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থী‌রা জানান, কোটা প‌দ্ধতি সংস্কার করা হোক। যতক্ষণ পর্যন্ত কোন সুরাহা না হ‌চ্ছে ততক্ষন পর্যন্ত সড়ক ছাড়‌বো না। এছাড়া নিরহ শিক্ষার্থী‌দের যেভা‌বে হত‌্যা করা হ‌য়ে‌ছে সেটার বিচার চাই।
বঙ্গবন্ধু সেত‌ুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর আশরাফ জানান, শিক্ষার্থীরা এক‌ত্রিত হ‌য়ে তারা মহাসড়‌কের গোল চত্ত্বর এলাকায় অবস্থান নি‌য়েছে। তা‌দেরকে মহাসড়ক ছে‌ড়ে দেয়ার জন‌্য বারবার বলা হ‌চ্ছে। আন্দোল‌নের কার‌নে মহাসড়‌কে প‌রিবহন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »