হবিগঞ্জে নিহত আফরোজ মিয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে নিহত আফরোজ মিয়ার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসি৪ গাজীপুর ইউনিয়নের চিমটি ও গুইবিল সীমান্ত এলাকা গনকীর পাড় গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলী, ইউপি সদস্য মো. আব্দুল মালেক চৌধুরী,ইউনিয়ন কৃসক লীগের সাংগঠনিক সম্পাদক শিবলু তালুকদার, ছাত্র লীগ সভাপতি স্বপন মিয়া, নিহত আফরোজ মিয়ার ভাই তাজুল ইসলাম ও ছেলে মো. শাহ আলম।

বক্তারা পুলিশ প্রশাসনের কাছে নিহত আফরোজ মিয়ার হত্যাকারীদের দ্রত গ্রেফতারের দাবি জানান। এলাকায় ঐ সকল মাদক কারবারি ও মাদক মামলার আসামীদের প্রতিহতসহ এ ঘটনার উপযুক্ত বিচার করে তাদের ফাঁসি দাবি করেন তারা।

মামলার বিবরণে উল্লেখ, গত ৬ জুলাই গভীর রাতে আফরোজ মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে একই গ্রামের আনিছ মিয়া, রুবেল, আকছির, ইয়াকুব, রতন, হারুন ও জাালাল মিয়াসহ আরো ৫ থেকে ৬ জনের একটি দল। এসময় আফরোজ মিয়ার শুর চিৎকারে এগিয়ে গেলে আহত হন তার আপন ভাই আছকির মিয়া ও নাসির মিয়া। মুমুর্ষু অবস্থায় আফরোজ মিয়া কে চিকিৎাসার জন্য হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এঘটনায় ৮ জুলাই নিহতের স্ত্রী শাহেনা বেগম বাদি হয়ে চুনারুঘাট থানায় ৭ জনসহ অজ্ঞ্যাত আরো ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »