ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচের, কেজি ৪২০

ঝিনাইদহ প্রতিনিধি: টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে ক্ষেতের মরিচ। তাতে কমেছে সরবরাহ। ফলে কেজিপ্রতি দাম বেড়েছে দেড়শো থেকে দু’শ টাকা। ঝিনাইদহের বাজারগুলোতে গত সপ্তাহে কাঁচা মরিচ ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দাড়িয়েছে ৪০০ থেকে ৪২০ টাকা।
কয়েকদিনের ব্যবধানে হঠাৎ কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।
শনিবার শহরের নতুন হাটখোলা, পাগলাকানাই ও ওয়াপদা বাজার ঘুরে দেখা যায়, ৪২০ টাকা দরে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
ওয়াপদা বাজারের সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন,’ গত সপ্তাহে বাজারে কাঁচা মরিচ প্রতিকেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু হঠাৎ পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
নতুন হাটখোলা বাজারের সবজি ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন,’টানা বৃষ্টির কারণে ক্ষেতে মরিচ নষ্ট হচ্ছে। সরবরাহ কমায় দাম বেড়ে গেছে।’
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন,’নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে। প্রয়োজনে আরো জোরদার করা হবে।’
শেখ ইমন/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »