কাজাখস্তানে চীন রাশিয়া শীর্ষ বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর চীনের শি জিনপিং কাজাখস্তানে এক নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনে বৈঠক করেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (৩ জুলাই) মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের রাজধানী আস্তানায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউরেশিয়া অঞ্চলের নিরাপত্তা বিষয়ে এক শীর্ষ বৈঠক করেছেন। সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে “আধিপত্যবাদ” মোকাবেলা করা।

চীন এবং রাশিয়া ২০০১ সালে ইউরেশিয়া অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনার ফোরাম হিসেবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) প্রতিষ্ঠা
করে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা জানায়,সম্মেলন সম্পর্কে ক্রেমলিন কর্মকর্তা ইউরি উশাকভ বলেন,“আমরা বিশ্বাস করি
যে এসসিও, তার সাথে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ব্রিক্স, নতুন বিশ্ব ব্যবস্থার প্রধান পিলার, প্রকৃত অর্থে বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার চালিকাশক্তি।”

ব্রিক্স হচ্ছে কয়েকটি উদীয়মান অর্থনীতির একটি গ্রুপ। তার প্রতিষ্ঠাতা-সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। অন্য ছয়টি দেশকে পরে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তারা হচ্ছে – আর্জেন্টিনা, ইথিওপিয়া, মিশর, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

চীন এসসিও শীর্ষ সম্মেলনের গুরুত্বের উপরও জোর দিয়েছে। এ’সপ্তাহের আগের দিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সম্মেলনে আলোচনা “সদস্য দেশগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা আর উন্নয়নের প্রতি অবদানের জন্য ঐকমত্য সৃষ্টি করতে সহায়তা করবে।”

স্বাগতিক দেশ কাজাখস্তান এবং মধ্য এশিয়ার অন্যান্য দেশের জন্য এই শীর্ষ সম্মেলন তাদের অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিবেশীদের সাথে সহযোগিতা জোরদার করার সুযোগ সৃষ্টি করে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »