পিরোজপুর প্রতিনিধি: সাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার ৫ জেলে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।
গত রবিবার (৩০ জুন) থেকে তারা নিখোঁজ রয়েছেন এমন তথ্য নিশ্চিত করেছেন ডুবে যাওয়া ট্রলার মালিক ও ওই মাছ ধরার ট্রলারের চালক মো. নজরুল ইসলাম।
তিনি জানান, গত ২৬ জুন বিকাল ৩টার দিকে এফবি ভাই ভাই নামের ওই ট্রলারে করে তারা ১২ জনের একটি দল বঙ্গোপসাগরে মাছ শিকার করতে মঠবাড়িয়া ত্যাগ করেন। রবিবার (৩০ জুন) রাত ১২টার দিকে তাদের ট্রলার ¯্রােত ও ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১২ জনের মধ্যে ৭ জন সাঁতরিয়ে ফিরে আসতে পারলেও ৫ জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ জেলেরা হলেন- উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মৃত হাফেজ আকনের ছেলে বাহাদুর আকন (২২), একই এলাকার মৃত উজ্জাত আলী আকনের ছেলে ৩ সন্তানের জনক ইমাদুল হক আকন (৫২), আকব্বর সাহর ছেলে আল আমিন সাহ (২৬), মোসলেম খানের ছেলে সালাম খান (৫০) , ওই ট্রলারের বাবুর্চি জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর জুনিয়া গ্রামের মোকলেছ হাওলাদারের ছেলে আব্দুর রহমান (৫০)।
আর উদ্ধার হওয়া জেলেরা হলেন- ট্রলারের মালিক ও মাঝি মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের মোশারেফ ফরাজীর ছেলে নজরুল মাঝি (৫৫), একই এলাকার মালেক খলিফার ছেলে ইলিয়াছ খলিফা (২৭), রুহুল মোল্লার ছেলে লোকমান মোল্লা (২৩), মৃত হানিফ শাহর ছেলে জুয়েল শাহ , শাহাজাহান ফরাজীর ছেলে রাসেল ফরাজী (২৬), খালেক ফরাজীর ছেলে রুহুল আমিন ফরাজী (৪৫) এবং মুজিবর শাহর ছেলে মোশারেফ হোসেন শাহ (৩০)। তাদেরকে উদ্ধার করে পটুয়াখালীর মহিপুরে নিয়ে যাওয়া হয়।
ওই ট্রলালের চালক জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও কচিয়ালীর নারিকেল বাড়িয়ালি এলাকা ণিষেধাজ্ঞার বাহিরে। তাই তারা ওই রাতের ১২টার দিকে ট্রলার নিয়ে কচিয়ালীর নারিকেল বাড়িয়ালি এলাকায় পৌঁছলে সাগরের ঢেউ ও পানির চাপে তাদের ট্রলার ডুবে যায়। এ সময় ওই এলাকায় থাকা অন্য ট্রলারে ও সাঁতরে ৭ জেলে উঠেছেন বলে সন্ধান পাওয়া গেছে। বাকী ৫ জেলের সন্ধ্যান পাওয়া যায় নি।
স্থানীয় তুষখালী ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার বলেন, ছোট মাছুয়া গ্রামের ৫ জেলে মাছ ধরতে গিয়ে নিঁখোজ হয়েছে। নিখোঁজদের পরিবারে শোকের মাতম চলছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস