ভিয়েনা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানের মুক্তির দাবি জানাল জাতিসংঘ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ১০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার (১ জুলাই) সংস্থাটির একদল বিশেষজ্ঞ অবিলম্বে এবং নিঃশর্তে ইমরান খানের মুক্তি দাবি করেন। তারা বলছেন, ইমরান খানকে নিয়ম-বহির্ভূতভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কারাবন্দী রাখা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিলের সঙ্গে কাজ করা জেনেভা-ভিত্তিক ওয়ার্কিং গ্রুপ ওন আরবিট্রারি ডিটেনশন জানায়, পাকিস্তান কর্তৃপক্ষের ইমরানকে বন্দী রাখার ‘কোন আইনগত ভিত্তি নেই।’

পাঁচ-সদস্যের ওই গ্রুপ জানায়, ৭১-বছর বয়সীয় পাকিস্তানি নেতার কারাদণ্ড দ্য ইউনিভারসাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস এবং দ্য ইন্টারন্যাশনাল কভেনান্ট অন সিভিল অ্যান্ড পলিটিকাল রাইটস-এর অন্তত ১২টি ধারা লঙ্ঘন করে।

গ্রুপটি জানায়, ‘ওয়ার্কিং গ্রুপ পাকিস্তান সরকারকে অনুরোধ জানাচ্ছে, অনতিবিলম্বে ইমরান খানের পরিস্থিতি সংশোধন করে তাকে সংশ্লিষ্ট আন্তর্জাতিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে।’

ইমরান খানকে ২০২৩ সালের অগাস্ট মাসে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে তিন বছরের জেল দেয়া হয়। বিচার প্রক্রিয়া ত্রুটিতে ভরা ছিল বলে তিনি এবং স্বতন্ত্র আইন বিশেষজ্ঞরা ঘোষণা দেন। তবে তিন দিন পর, পাকিস্তান নির্বাচন কমিশন খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশ নেয়া থেকে নিষিদ্ধ করে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইমরান খানের মুক্তির দাবি জানাল জাতিসংঘ

আপডেটের সময় ০৮:৩৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

ইবিটাইমস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার (১ জুলাই) সংস্থাটির একদল বিশেষজ্ঞ অবিলম্বে এবং নিঃশর্তে ইমরান খানের মুক্তি দাবি করেন। তারা বলছেন, ইমরান খানকে নিয়ম-বহির্ভূতভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কারাবন্দী রাখা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিলের সঙ্গে কাজ করা জেনেভা-ভিত্তিক ওয়ার্কিং গ্রুপ ওন আরবিট্রারি ডিটেনশন জানায়, পাকিস্তান কর্তৃপক্ষের ইমরানকে বন্দী রাখার ‘কোন আইনগত ভিত্তি নেই।’

পাঁচ-সদস্যের ওই গ্রুপ জানায়, ৭১-বছর বয়সীয় পাকিস্তানি নেতার কারাদণ্ড দ্য ইউনিভারসাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস এবং দ্য ইন্টারন্যাশনাল কভেনান্ট অন সিভিল অ্যান্ড পলিটিকাল রাইটস-এর অন্তত ১২টি ধারা লঙ্ঘন করে।

গ্রুপটি জানায়, ‘ওয়ার্কিং গ্রুপ পাকিস্তান সরকারকে অনুরোধ জানাচ্ছে, অনতিবিলম্বে ইমরান খানের পরিস্থিতি সংশোধন করে তাকে সংশ্লিষ্ট আন্তর্জাতিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে।’

ইমরান খানকে ২০২৩ সালের অগাস্ট মাসে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে তিন বছরের জেল দেয়া হয়। বিচার প্রক্রিয়া ত্রুটিতে ভরা ছিল বলে তিনি এবং স্বতন্ত্র আইন বিশেষজ্ঞরা ঘোষণা দেন। তবে তিন দিন পর, পাকিস্তান নির্বাচন কমিশন খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশ নেয়া থেকে নিষিদ্ধ করে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন