ইবিটাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রীর প্রশ্ন, এই হাসপাতালে মানুষের চিকিৎসা হয় নাকি ময়লার?
শনিবার (২৯ জুন) সকালে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়ে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ভিডিও কলে হাসপাতালের অব্যবস্থাপনার চিত্র আইনমন্ত্রীকে দেখালে এ মন্তব্য করেন।
শনিবার সকালে পৌর মেয়র তাকজিল খলিফা কাজল দলীয় নেতাকমীদের নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান।
পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, আইনমন্ত্রীর নির্দেশে হাসপাতালে পরিচ্ছতা অভিযান করেছি। বেলা তিনটা পর্যন্ত হাসপাতালের রোগীদের খাবার দেওয়া হয়নি। অন্তত ৪০ জনের মতো রোগী তখনো হাসপাতালে ভর্তি ছিল।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, টেন্ডার জটিলতায় আমরা অব্যাহত জিনিসগুলো হাসপাতালের প্রবেশমুখ থেকে সরাতে পারিনি। নিম্নমানের খাবার পরিবেশনের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।
ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন