ইবিটাইমস, ঢাকা: বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে দেয়া রেল চলাচল সুবিধা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। শুক্রবার (২৮ জুন) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশের পর মিছিল করে দলটি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ভারতের রেল বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ‘ডামি সরকার’ ভারতের সঙ্গে দেশবিরোধী ১০টি সমঝোতা স্মারক সই করেছে। যাতে বাংলাদেশের ন্যুনতম স্বার্থ নেই। এতে ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা দেশকে ভারতের করদরাজ্যে পরিণতের আয়োজন সম্পন্ন করেছেন। দেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। মালদ্বীপের নতুন সরকার ভারতীয় সেনা বিতাড়িত করেছেন। আর শেখ হাসিনা ভারতকে তোয়াজ করে ক্ষমতায় টিকে আছেন।
ভারতের সঙ্গে সমঝোতা স্মারকের প্রতিবাদে ৫ জুলাই সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি করেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এ সমাবেশ থেকে চিহ্নিত দুর্নীতিবাজদের শাস্তি দাবি করা হয়।
উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন