শৈলকুপা থানায় হামলা: মেয়রপুত্র গ্রেপ্তার

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার অভিযোগে স্থানীয় পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজমের ছেলে কাজী রাজীবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, চলতি মাসের ৯ তারিখ (রবিবার) দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা মোস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেপ্তার করে আনে থানা পুলিশ। গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও করে উৎসুক জনতা। একপর্যায়ে পুলিশের সাথে বাকবিতন্ডার জেরে থানায় হামলা চালায় তাঁর কয়েক শ’ অনুসারী। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় আধাঘণ্টা চলা এ হামলার ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। সেসময় আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছিলেন বেশ কয়েকজন।

পরে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই দিন রাতেই ১১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫’শ জনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক লাল্টু রহমান।

থানায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা ও ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান,‘শুরু থেকেই মামলাটি নিষ্ঠার সাথে তদন্ত করছিল গোয়েন্দা পুলিশ। তদন্তের একপর্যায়ে শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজমের ছেলে কাজী রাজীবের বিরুদ্ধে থানায় হামলার সম্পৃক্ততা এবং নেতৃত্ব দেয়ার সত্যতা পাওয়া যায়। ফলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ।

তিনি আরও জানান, সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা শহরের চৌরাস্তা মোড় থেকে রাজীবকে গ্রেপ্তার করা হয়। তাকে বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

শেখ ইমন/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »