জানা যায়, চলতি মাসের ৯ তারিখ (রবিবার) দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা মোস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেপ্তার করে আনে থানা পুলিশ। গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও করে উৎসুক জনতা। একপর্যায়ে পুলিশের সাথে বাকবিতন্ডার জেরে থানায় হামলা চালায় তাঁর কয়েক শ’ অনুসারী। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় আধাঘণ্টা চলা এ হামলার ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। সেসময় আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছিলেন বেশ কয়েকজন।
থানায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা ও ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান,‘শুরু থেকেই মামলাটি নিষ্ঠার সাথে তদন্ত করছিল গোয়েন্দা পুলিশ। তদন্তের একপর্যায়ে শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজমের ছেলে কাজী রাজীবের বিরুদ্ধে থানায় হামলার সম্পৃক্ততা এবং নেতৃত্ব দেয়ার সত্যতা পাওয়া যায়। ফলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ।