শেখ হাসিনার সময় দেশের ক্রিড়া অঙ্গন প্রসারিত হয়-শ.ম রেজাউল করিম

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা একজন ক্রিড়া বান্ধন সরকার প্রধান। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের ক্রিড়া জগত ব্যাপকভাবে প্রসারিত হয়। দেশের খেলোয়াড়রা আজ বিদেশে সুনাম অর্জন করেছেন। আর এ জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের খেলোয়ারদের বিশেষ সুবিধা প্রদান করেন। আমাদের উচিত দেশের খেলোয়ারদের ব্যাপকভাবে উৎসাহ প্রদান করা। তাহলে আজকের শিশুও হতে পারে আগামী দিনের রোনাদো বা মেসি।

বৃহস্পতিবার বিকালে জেলার নাজিরপুরে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান (বালক) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

এর আগে একইদিন বিকালে তিনি উপজেলা কৃষি হলরুমে বীজ ও সার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাতুন্নেছা এশা প্রমুখ।

এ সময় তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময় সার চাইতে গিয়ে কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। কিন্ত দেশে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন কৃষককে বিনামূল্যে সার বীজ সহ কৃষি পন্য বিতরন করা হয়। কেননা, আ’লীগ সরকার সবসময় কৃষক বান্ধব।

এ সময় ওই উপজেলার ১২ শত ৫০ জন কৃষককে ৬ হাজর ২শত ৫০ টি উন্নজাতের নারিকেল চারা, ঘুর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ২৫ শত কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উপশি আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার প্রদান করা হয়েছে।

এ ছাড়া একই দিন সকালে জেলার ইন্দুরকানী ও দুপুরে জেলার সদও উপজেলার কৃষকদের মাজে সার-বীজ সহ রেমালে ক্ষতিগ্রস্থ বিভিন্ন পরিবারকে ঢেউটিন ও নগদ টাকা প্রদান করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »