রাজনৈতিক দ্বন্দ্ব, শৈলকুপায় ট্রাক্টর দিয়ে পাটক্ষেত নষ্টের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় শত্রুতার জেরে খবির শাহ নামে এক কৃষকের জমির পাটক্ষেত নষ্ট করা হয়েছে। এসময় ট্রাক্টর দিয়ে ৩৮ শতক জমিতে চাষ দিয়ে পাটক্ষেত নষ্ট করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর কচুয়া মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক খবির শাহ বলেন, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াতকলম প্রতীকের প্রার্থী শামিম হোসেন মোল্লাকে সমর্থন করি আমি। ওই নির্বাচনে শামিম হোসেন মোল্লা পরাজিত হন। এতে করে আমার ওপর ক্ষুব্ধ ছিল বিজয়ী প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক শফি শাহ। তারই জেরে আজ সকালে ট্রাক্টর দিয়ে আমার ৩৮ শতক জমির পাটক্ষেত নষ্ট করেছে শফি শাহ্।  আমি খুব কষ্ট করে এনজিও থেকে লোন নিয়ে ও ধারদেনা করে পাট চাষ করছিলাম। প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।

এ অভিযোগের বিষয়ে জানতে শফি শাহ এর ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাড.সালাহউদ্দিন জোয়ার্দার মামুন জানান, এমন জঘন্য কাজ মেনে নেওয়া যায় না। এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরি  জানান, ভুক্তভোগী কৃষক লিখিত অভিযোগ দিলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »