চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার আলিম ও ফাযিল অনার্স পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মোনাজাত

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার ২০২৪ সালের আলিম ও ২০২২ সালের ফাযিল (স্নাতক) অনার্স পরীক্ষার্থীদের বিদায়  উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন ) সকাল দশটায় মাদ্রাসার অনার্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে  চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ও কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হোসেন বি,এ।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আসলামপুর মোবারক আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুকুল ইসলাম , ওসমানগঞ্জের হাসানগঞ্জ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম।
অনুষ্ঠানে অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন চরফ্যাসন কারামাতিয়া কামিল( এমএ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আজিজুর রহমান, মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক মোঃ ফজলুর রহমান, সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক ইয়াহ ইয়া ইসলাম মনির,প্রভাষক শামিম সর্দার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক নুরুল ইসলাম মনির ও মাওঃ ফজলুর রহমান।অনুষ্ঠানে কোরান তেলাওয়াত,হামদ-নাত ও বক্তৃতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন হুজুর ব্যক্তিগতভাবে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেন। শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »