ভিয়েনা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারের ছাদ ফুটো করে পালানো ৪ ফাঁসির আসামি গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ৬১ সময় দেখুন

ইবিটাইমস,  বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে পালিয়ে যাওয়ার পর  বুধবার (২৬জুন) সকালে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চারজন ফাঁসির আসামি পালিয়েছিলেন। কারাগারের পাশেই তাদের পেয়েছি।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।

তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার পরে সেলের গ্রিল বাঁকা করে ওই চার আসামি পালিয়ে যান। তাদেরকে পরে বগুড়ার চাষীবাজার থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কারাগারের ছাদ ফুটো করে পালানো ৪ ফাঁসির আসামি গ্রেপ্তার

আপডেটের সময় ০৯:৪৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

ইবিটাইমস,  বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে পালিয়ে যাওয়ার পর  বুধবার (২৬জুন) সকালে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চারজন ফাঁসির আসামি পালিয়েছিলেন। কারাগারের পাশেই তাদের পেয়েছি।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।

তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার পরে সেলের গ্রিল বাঁকা করে ওই চার আসামি পালিয়ে যান। তাদেরকে পরে বগুড়ার চাষীবাজার থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন