ভিয়েনা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আনার হত্যায় জড়িতদের ছাড় দেওয়া হবে না- হারুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ২৭ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের ওপর কোনো মহলের চাপ নেই।’

তিনি আরো বলেন, ‘এ হত্যাকাণ্ডের পরিকল্পনারী, অর্থ যোগানদাতা ও কিলিং মিশনে অংশ নেওয়া অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুস্তাফিজ ও ফয়সাল নামে আরো দুজনকে গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় আমাদের অভিযান চলছে।

বুধবার (২৬ জুন) দুপুর ১টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর এলাকায় গ্রেপ্তার জেলা আওয়ামীলীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে মোবাইল উদ্ধার অভিযান শেষে তিনি এসব কথা বলেন।

ডিবি প্রধান বলেন, ‘মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন আমেরিকার নাগরিক। আমেরিকার সঙ্গে আমাদের বন্দী বিনিময় চুক্তি নেই। তবে ভারতের সঙ্গে আমেরিকার বন্দি বিনিময় চুক্তি রয়েছে।

এ হত্যাকাণ্ড ভারতে হয়েছে এবং সেখানে কলকাতার পুলিশ হত্যা মামলা করেছে। আমরা বিয়ষটি আমেরিকান দূতাবাসের মাধ্যমে ইন্টারপোলকে অবগত করেছি। আশা করি, দুই দেশের সমন্বয়ে শাহিনকে ফিরিয়ে আনতে পারব।’

ডিবি প্রধান আরো বলেন, ‘আমাদের ওপর কোনো চাপ নেই। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের যথাযথ তথ্য উপাত্তের ভিত্তিতে আটক করে আদালতের মাধ্যমে জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে প্রেরণ করা হচ্ছে। তদন্তের স্বার্থে যে কাউকেই আবারো জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি নিয়ে আমরা নিয়ে আসব।’

এ সময় ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়াসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার দুপুরের দিকে আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে আলামত উদ্ধারে অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। ঝিনাইদহ শহরে পায়রা চত্বরের গাঙ্গুলি হোটেলের পেছনের পুকুরে ফেলে দেওয়া দুটি মোবাইল উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

শেখ ইমন/ইবিটাইমস 

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আনার হত্যায় জড়িতদের ছাড় দেওয়া হবে না- হারুন

আপডেটের সময় ০৩:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের ওপর কোনো মহলের চাপ নেই।’

তিনি আরো বলেন, ‘এ হত্যাকাণ্ডের পরিকল্পনারী, অর্থ যোগানদাতা ও কিলিং মিশনে অংশ নেওয়া অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুস্তাফিজ ও ফয়সাল নামে আরো দুজনকে গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় আমাদের অভিযান চলছে।

বুধবার (২৬ জুন) দুপুর ১টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর এলাকায় গ্রেপ্তার জেলা আওয়ামীলীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে মোবাইল উদ্ধার অভিযান শেষে তিনি এসব কথা বলেন।

ডিবি প্রধান বলেন, ‘মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন আমেরিকার নাগরিক। আমেরিকার সঙ্গে আমাদের বন্দী বিনিময় চুক্তি নেই। তবে ভারতের সঙ্গে আমেরিকার বন্দি বিনিময় চুক্তি রয়েছে।

এ হত্যাকাণ্ড ভারতে হয়েছে এবং সেখানে কলকাতার পুলিশ হত্যা মামলা করেছে। আমরা বিয়ষটি আমেরিকান দূতাবাসের মাধ্যমে ইন্টারপোলকে অবগত করেছি। আশা করি, দুই দেশের সমন্বয়ে শাহিনকে ফিরিয়ে আনতে পারব।’

ডিবি প্রধান আরো বলেন, ‘আমাদের ওপর কোনো চাপ নেই। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের যথাযথ তথ্য উপাত্তের ভিত্তিতে আটক করে আদালতের মাধ্যমে জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে প্রেরণ করা হচ্ছে। তদন্তের স্বার্থে যে কাউকেই আবারো জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি নিয়ে আমরা নিয়ে আসব।’

এ সময় ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়াসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার দুপুরের দিকে আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে আলামত উদ্ধারে অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। ঝিনাইদহ শহরে পায়রা চত্বরের গাঙ্গুলি হোটেলের পেছনের পুকুরে ফেলে দেওয়া দুটি মোবাইল উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

শেখ ইমন/ইবিটাইমস