কেনিয়ার পার্লামেন্ট ভবন এলাকা রণক্ষেত্র, পুলিশের গুলিতে নিহত ১০

ইবিটাইমস ডেস্ক: বিতর্কিত একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিক্ষোভ হয়েছে। ওই বিলের মাধ্যমে কর বাড়ানো হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গুলিতে মঙ্গলবার অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২৫ জুন) দেশটির পার্লামেন্ট ভবনের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা দেশটির সংসদ ভবনের কিছু অংশ জ্বালিয়ে দিয়েছে। কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হলে পুলিশ গুলি চালায়।

ভিভিয়ান আচিস্তা নামের একজন প্যারামেডিক ডাক্তার বলেছেন, অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। রিচার্ড এনগুমো নামের আরেক প্যারামেডিক বলেছেন, গুলিতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তিনি সংসদ ভবন প্রাঙ্গণ থেকে দুইজন আহত বিক্ষোভকারীকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছিলেন।

রয়টার্সের একজন সাংবাদিক সংসদ ভবনের বাইরে অন্তত পাঁচজন বিক্ষোভকারীর লাশ দেখতে পেয়েছেন।

সংসদ ভবনে প্রবেশের চেষ্টাকারী বিক্ষোভকারী ডেভিস তাফারি রয়টার্সকে বলেন, আমরা সংসদ বন্ধ করতে চাই এবং প্রত্যেক এমপির পদত্যাগ করা উচিত। আমাদের একটি নতুন সরকার গঠন হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত বিলটি পাসের পর সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। এ সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন।

শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে কেনিয়াজুড়ে বিক্ষোভ হচ্ছে। ওই বিলের কিছু বিষয় সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিল চান বিক্ষোভকারীরা।

ফরাসি সংবাদ সংস্থা ১০টিরও বেশি পশ্চিমা দেশ কেনিয়ায় সহিংসতায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছে। কানাডা, জার্মানি, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৩টি দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশন যৌথ বিবৃতিতে বলেছে, তারা ‘কেনিয়ার পার্লামেন্টের বাইরের দৃশ্য দেখে হতবাক।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »