হেলিকপ্টারে করে ১২ বছর পর গ্রামের বাড়ি ফিরলেন অস্ট্রিয়া প্রবাসী

বর্তমান সময়ে দেশে ক্রমশ প্রাইভেট হেলিকপ্টারের ব্যবহার বাড়ছে

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (২১ জুন) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিরবাগ গোয়ালী গ্রামের মোস্তাক বেপারির ছেলে অস্ট্রিয়া প্রবাসী কাউছার আহমেদ ঢাকা থেকে হেলিকপ্টারের করে নিজ গ্রামে অবতরণ করেন।

উল্লেখ্য যে,বাংলাদেশে একসময় বিমান বা হেলিকপ্টার ব্যবহার ছিল শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে। ইদানিং বিভিন্ন বেসরকারি হেলিকপ্টার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার
পর প্রবাসীদের কাছে হেলিকপ্টারে করে নিজ গ্রামে ফেরার প্রবণতা বাড়ছে। তাছাড়াও ইদানীং সৌখিন এবং জরুরি প্রয়োজনে হেলিকপ্টারের ব্যবহার দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে।

অস্ট্রিয়া প্রবাসী কাউছার আহমেদ অস্ট্রিয়ায় ভিসা জনিত জটিলতায় দীর্ঘদিন দেশে আসতে পারেন নি। শুক্রবার সকাল নয়টায় তিনি অস্ট্রিয়া থেকে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বেসরকারি হেলিকপ্টার প্রতিষ্ঠান “প্রবাসীর
হেলিকপ্টার ” রিজার্ভ করে মাকে নিয়ে নিজ গ্রামের উদ্দেশ্যে রওয়ান হন।

মাত্র ৩০ মিনিট হেলিকপ্টারে ফ্লাই করে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নিজ গ্রাম বিরবাগ গোয়ালীর নিকটস্থ মইনুল মার্কেট সংলগ্ন ছাড়াবাড়ি বালুর মাঠে অবতরণ করেন। এসময় শতাধিক গ্রামবাসী নিয়ে পরিবারের লোকজন তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

হেলিকপ্টার থেকে অবতরণের পর স্থানীয় সংবাদ মাধ্যম ‘বিজয় বাংলাদেশ” এর সাথে এক তাৎক্ষণিক সাক্ষাৎকারে কাউছার আহমেদ জানান, আমার
একটা সখ ছিল যে,যখন প্রবাস থেকে নিজ গ্রামে আসবো হেলিকপ্টার করে আসবো। তিনি তার সখ পূর্ণ হওয়ার মহান আল্লাহতায়ালার শুকরিয়া আদায়
করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »