মো. নাসরুল্লাহ, ঢাকা: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন- বিপিস দূর্নীতিতে নিমজ্জিত। স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের নামে সরকারি এই প্রতিষ্ঠানের দূর্নীতি সমন্বয় করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড এম শামসুল আলম।
তিনি বলেন, আইন অনুযায়ী জ্বালানি তেলের মূল্য নির্ধারনের একক দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের হলেও বিপিসি তেলের মূল্য নির্ধারন করছে। এটা নিয়ে আদালতে মামলা করেছি। পরবর্তীতে রাষ্ট্র এই প্রতিষ্ঠানের দূর্ণীতিকে সুরক্ষা দিয়েছে।
রবিবার +২৩ জুন) রাজধানীর মহাখালীতে ব্রাক ইন সেন্টারে সিপিডি আয়োজিত বিদ্যুৎ, জ্বালানি খাতে বাজেট বরাদ্ধ নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামসুল আলম বলেন বিপিসির দূর্নীতি প্রমান হলেও ব্যবস্থা নেয়া হয়নি। সরকার বিদ্যুৎ জ্বালানি খাতে বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে প্রতিযোিগতা ছাড়াই বিদ্যুৎ কিনছে। আবার কমিশনকে পাশ কাটিয়ে গনশুনানী ছাড়াই নির্বাহী আদেশে বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি করছে।
তিনি বলেন, কর্মকর্তাদের বেতন ভাতা, বিদেশ ভ্রমন, ঘুশের টাকা, কমিশন সবই জনগনের টাকা থেকে মেটানো হচ্ছে। এরপরও জনগনের কথা বলতে দেওয়া হচ্ছে না। তাদের কথা শোনা হচ্ছেনা। ফলে এই বাজেট এলেই কী আর গেলেই কী, তাতে কারো যায় আসেনা। বরং বাজেটে যত বেশি বরাদ্ধ বাড়বে তত বেশি লুন্ঠন হবে।
ঢাকা/ইবিটাইমস/আরএন