ভিয়েনা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণবাদ আবার ব্রিটিশ রাজনীতিতে ফিরে এসেছে-বৃটিশ প্রধানমন্ত্রী তুরস্কে আবারও ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে আগ্রহী রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল রাজস্ব ৩৭ বিলিয়ন ডলার কমেছে -জেলেনস্কি ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি লালমোহন থানার সিরাজুল ইসলাম লালমোহনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ফরেনসিক ইনভেস্টিগেশন ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত বন্যা সহনশীলতা কর্মসূচির আওতায় চারা গাছ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে গ্রীষ্মকালীন সুইট ব্যাল্ক টু জাতের তরমুজ চাষে লাভবান কৃষকরা টাঙ্গাইলে ৭ দিনব্যাপী ভাসানী মেলা উদ্বোধন জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় ২০ জন নিহত

পিরোজপুরে সাংবাদকর্মীদের সাথে ভিসির মতবিনিময়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • ১৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের সংবাদ কর্মীদের সাথে মত বিনিময় করছেন পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি          বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।

শনিবার (২২জুন) বিশ্ববিদ্যালয়ের পিরোজপুরস্থ প্রশাসনিক ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ মত বিনিময় সভা চলে বিকাল ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি মত বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুছা খান, প্রভাষক সুমাইয়া সুলতানা এবং মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমা আক্তার, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল ইসলাম শামীম, সাধারন সম্পাদক এসএম তানভীর আহমেদ সহ সংবাদকর্মীরা।

এ সময় ভিসি জানান, গত ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ৪ বছরের জন্য ওই বিশ^বিদ্যালয়ের প্রথম ভিসি হিসাবে তিনি যোগদান করেন। গত ২০২২-২৩ অর্থ বছরের জন্য ২ কোটি ৬৬ লক্ষ, ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৩ কোটি ৯৬ লক্ষ এবং বর্তমান অর্থ বছরের জন্য ৮ কোটি ৫৫ লক্ষ ২৫ হাজার টাকা অনুমোদ হয়েছে। এ ছাড়া উন্নয়ন বাজেট হিসাবে প্রথম বারে (ডিপিপি-১) সমীক্ষা পরিচালনার জন্য ৪ কোটি ৮৬ লক্ষ ৬৬ হাজার টাকা অর্থ মন্ত্রনালয় থেকে পেয়েছেন। এ সময় তিনি আরো জানান, বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য পিরোজপুর-ঢাকা সড়কের পাশের্^ কদমতলা ও ব্রাহ্মনকঠি মৌজায় ৭৫ একর জমি অধিগ্রহনের জন্য প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে।

ইতিমধ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তির জন্য ৪টি বিভাগের প্রতিটিতে ৪০ জন করে ১৬০ জন শিক্ষার্থীর ভর্তির কার্যক্রম ও ১৬ জন শিক্ষক এবং ২২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পিরোজপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গত ২০১৯ সালে পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের এমপি এবং সাবেক গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম এখানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা উপলব্দি করে একটি ডিও লেটার দেন। এর প্রেক্ষিতে ওই বছর ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়টি স্থাপনের নীতিগত অনুমোদন দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এর যৌক্তিকতা সম্পর্কে জানতে চাওয়া হয়। এরই প্রেক্ষিতে ওই বছরের ১৫ সেপ্টেম্বর পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়। আর এর জন্য পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ-ঢাকা মহাসড়কের পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় জায়গা নির্ধারন করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অফিস পিরোজপুর সদরের সিও অফিস সংলগ্ন এলকায় অস্থায়ী ভাড়া বাড়িতে কাজ চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বর্ণবাদ আবার ব্রিটিশ রাজনীতিতে ফিরে এসেছে-বৃটিশ প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে সাংবাদকর্মীদের সাথে ভিসির মতবিনিময়

আপডেটের সময় ০৭:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের সংবাদ কর্মীদের সাথে মত বিনিময় করছেন পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি          বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।

শনিবার (২২জুন) বিশ্ববিদ্যালয়ের পিরোজপুরস্থ প্রশাসনিক ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ মত বিনিময় সভা চলে বিকাল ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি মত বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুছা খান, প্রভাষক সুমাইয়া সুলতানা এবং মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমা আক্তার, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল ইসলাম শামীম, সাধারন সম্পাদক এসএম তানভীর আহমেদ সহ সংবাদকর্মীরা।

এ সময় ভিসি জানান, গত ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ৪ বছরের জন্য ওই বিশ^বিদ্যালয়ের প্রথম ভিসি হিসাবে তিনি যোগদান করেন। গত ২০২২-২৩ অর্থ বছরের জন্য ২ কোটি ৬৬ লক্ষ, ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৩ কোটি ৯৬ লক্ষ এবং বর্তমান অর্থ বছরের জন্য ৮ কোটি ৫৫ লক্ষ ২৫ হাজার টাকা অনুমোদ হয়েছে। এ ছাড়া উন্নয়ন বাজেট হিসাবে প্রথম বারে (ডিপিপি-১) সমীক্ষা পরিচালনার জন্য ৪ কোটি ৮৬ লক্ষ ৬৬ হাজার টাকা অর্থ মন্ত্রনালয় থেকে পেয়েছেন। এ সময় তিনি আরো জানান, বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য পিরোজপুর-ঢাকা সড়কের পাশের্^ কদমতলা ও ব্রাহ্মনকঠি মৌজায় ৭৫ একর জমি অধিগ্রহনের জন্য প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে।

ইতিমধ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তির জন্য ৪টি বিভাগের প্রতিটিতে ৪০ জন করে ১৬০ জন শিক্ষার্থীর ভর্তির কার্যক্রম ও ১৬ জন শিক্ষক এবং ২২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পিরোজপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গত ২০১৯ সালে পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের এমপি এবং সাবেক গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম এখানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা উপলব্দি করে একটি ডিও লেটার দেন। এর প্রেক্ষিতে ওই বছর ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়টি স্থাপনের নীতিগত অনুমোদন দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এর যৌক্তিকতা সম্পর্কে জানতে চাওয়া হয়। এরই প্রেক্ষিতে ওই বছরের ১৫ সেপ্টেম্বর পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়। আর এর জন্য পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ-ঢাকা মহাসড়কের পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় জায়গা নির্ধারন করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অফিস পিরোজপুর সদরের সিও অফিস সংলগ্ন এলকায় অস্থায়ী ভাড়া বাড়িতে কাজ চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস