টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টের আয়োজন করা হয় এতে ৮টি গ্রুপে ২৪টি দল অংশ গ্রহন করেছে। ফাইনাল খেলায় অরোধ্য ১৯ বনাম দূরন্ত ১৬ অংশ নিয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে বিন্দুবাসিনী বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীসহ শহরের বিভিন্ন শ্রেনী মানুষ টাঙ্গাইল স্টেডিয়ামে ভীর করেছেন ।গত ৮ বছর যাবৎ এভাবেই প্রতি বছরই বিন্দুবাসিনী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছেন বিন্দুবাসিনী স্কুলের সাবেক শিক্ষার্থীরা। এবছর চলতি মাসের ১৮ তারিখ থেকে দিবা-রাত্রী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আজ রাত সাড়ে ১০টা শুরু হয় ৫০ মিনিটের ফাইনাল ম্যাচ।
টান টান উত্তেজনার মধ্য দিয়ে টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হয় চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা।খেলা শুরুর ৭মিনিটেই অরোধ্য ১৯ ব্যাচের খেলোয়ার তাসিনরে ফ্রী কিকে এক শুন্য গোলে এগিয়ে যায়। এর ৭ মিনিটে অসাধারণ বল পাসে আরো একটি গোল করে অরোধ্য ১৯ দলের খেলোয়ার লিলি। এতে অনেকটা ভেঙে পরে দূরন্ত ১৬ দলের খোলোয়াররা। কিন্তু হটাৎ পেনাল্টি পেয়ে ২০মিনিট পর পরিস্থিতি পাল্টে যায়। ১৬ দল ফ্রী কিক করে গোল দেয় অরোধ্য ১৯কে। খেলার প্রথমার্ধেই টান টান উত্তেজনায় দলের খেলোয়াড়রা। দর্শক গ্যালারিতেও নিজ নিজ দলের সমর্থকরা উত্তেজনায় ফেটে পরে। কিন্তু শেষ মূহুর্ত পর্যন্ত আর কোন গোল হয়নি। অরোধ্য ১৯ দল এবারের চ্যাম্পিয়ানশীপ অর্জন করে। পরে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। প্রতি বছর এমন আয়োজনের দাবী দর্শকদের।এদিকে খেলোয়াড়রাও দীর্ঘদিন পর সহপাঠীদের সাথে একত্রিত হয়ে আনন্দিত। ৮ বছর যাবৎ বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা টুর্নামেন্টের আয়োজন করে আসছেন।সহস্রাধিক দর্শক ফাইনাল খেলা উপভোগ করেছে।
খেলার শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মার্কেটিং এন্ড কমিউনিকেশনের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিমের সভাপত্বিতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর সভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন,বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আাওয়ামী যুবলীগের এডভোকেট মামুন-অর-রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আাওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতির, যুগ্ন সাধারন সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ বছর যাবৎ এভাবেই প্রতি বছরই বিন্দুবাসিনী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছেন বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। এ বছর টুর্নামেন্টে আয়োজন করেন নবারুণ ১৫ ব্যাচের এসএসসি শিক্ষার্থীরা।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস