ভিয়েনায় পবিত্র ঈদ উল আযহার নামাজের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে
ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৬ জুন) সৌদি আরবের সাথে মিল রেখে অস্ট্রিয়ায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিংহভাগ প্রবাসী রাজধানী ভিয়েনায় বসবাস করে।
ভিয়েনায় ঈদের নামাজের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে দানিয়ুব (Donau) নদীর তীরে অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে। এই
মসজিদে ঈদুল আযহার দুটি জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে ঈদের প্রথম জামাতে খুতবা দেয়া হবে আরবিতে এবং দ্বিতীয় জামাতে খুতবা দেয়া হবে
জার্মানি ভাষায়।
বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী:
ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদ:
■ প্রথম জামাত: সকাল০৬:৩০ টায়
■ দ্বিতীয় জামাত: সকাল ০৮:০০ টায়
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদ:
বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকারম:
■ প্রথম জামাত: সকাল ৮টায়
■ দ্বিতীয় জামাত:সকাল ৯:৩০ মিনিট
বায়তুল মামুর মসজিদ, ভিয়েনা-১০
■ প্রথম জামাত: সকাল ৮টায়
■ দ্বিতীয় জামাত:সকাল ৯টায়
■ তৃতীয় জামাত: সকাল ১০টায়
বায়তুল মামুর মসজিদ, ভিয়েনা-২০
■ প্রথম জামাত: সকাল ৮টায়
■ দ্বিতীয় জামাত: সকাল ৯টায়
নূরে মদিনা মসজিদ, ভিয়েনা-২০
এই মসজিদে পবিত্র ঈদুল আযহার একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল: ৯টায়।
ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের কমিউনিটির মসজিদ ভিয়েনা মুসলিম সেন্টার মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হবে।
■ প্রথম জামাত: সকাল ৭:৩০ মিনিট
■ দ্বিতীয় জামাত: সকাল ৮:৩০ মিনিট
ভিয়েনার পার্শ্ববর্তী রাজ্য লোয়ার অস্ট্রিয়া রাজ্যের Wr. Neustadt শহরে অনেক বাংলাদেশী প্রবাসী বসবাস করেন। শহরটির দূরত্ব রাজধানী ভিয়েনা
থেকে প্রায় অর্ধশত কিলোমিটার।
Wr. Neustadt বায়তুল মোকারম মসজিদ: এই মসজিদে ঈদুল আযহার নামাজের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল: ৯টায়।
কবির আহমেদ/ইবিটাইমস