ভিয়েনা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণবাদ আবার ব্রিটিশ রাজনীতিতে ফিরে এসেছে-বৃটিশ প্রধানমন্ত্রী তুরস্কে আবারও ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে আগ্রহী রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল রাজস্ব ৩৭ বিলিয়ন ডলার কমেছে -জেলেনস্কি ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি লালমোহন থানার সিরাজুল ইসলাম লালমোহনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ফরেনসিক ইনভেস্টিগেশন ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত বন্যা সহনশীলতা কর্মসূচির আওতায় চারা গাছ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে গ্রীষ্মকালীন সুইট ব্যাল্ক টু জাতের তরমুজ চাষে লাভবান কৃষকরা টাঙ্গাইলে ৭ দিনব্যাপী ভাসানী মেলা উদ্বোধন জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় ২০ জন নিহত

ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে গণনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • ২৯ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ উপকূলীয় জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলছে। এ সময়ের মধ্যে কোথাও কোন অপ্রিতিকর খবর পাওয়া যায়নি। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে।

গত ২৯ মে এ দুই উপজেলায় তৃতীয় ধাপে ভোটগ্রহণ হওয়ার কথা ছিলো, ঘূর্ণিঝড় রিমালে কারণে স্থগিত করা হয় এ নির্বাচন। পরে ৯ জুন ভোটগ্রহণের দিন ধার্য করে নির্বাচন কমিশন।

এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইসচেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।দুই উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৫ হাজার ৮৯২ জন। নির্বাচন শেষে ৫০.১৯% ভোটার ভোট প্রয়োগ করেছে। দুই উপজেলায় ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ সফল করার জন্য বিভিন্ন পর্যায়ের অফিসারসহ ৬৫৪জন পুলিশ বাহিনীর সদস্য, এপিপিএন ৩০জন আরআরএফ ৯৫জন, ৪০জন আনসার ব্যাটলিয়নসহ ৮০৪ জন কেন্দ্রে থাকছেন। তাদের সাথে প্রতিটি কেন্দ্রের ভোটার সংখ্যা অনুযায়ী সবনিম্ন ১৩ জন থেকে ১৭জন মহিলা ও পুরুষসহ আনসার ভিডিপি সদস্যরা থাকছেন। ইউনিয়ন ভিত্তিক প্রতিটি কেন্দ্রে একজন ম্যাজিষ্ট্রেট রয়েছেন।

জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটসহ শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে ৩৬টি মোবাইল টিম এই দুই উপজেলায় থাকবে এবং ৩টি করে ৬টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়ে এলাকাজুড়ে টহলে ছিলেন। সর্বশেষ এই রিপোর্ট প্রেরণকালিন সময়ে কেন্দ্রে কেন্দ্রে ভোট গননা চলছে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

বর্ণবাদ আবার ব্রিটিশ রাজনীতিতে ফিরে এসেছে-বৃটিশ প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে গণনা

আপডেটের সময় ০২:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

ঝালকাঠি প্রতিনিধিঃ উপকূলীয় জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলছে। এ সময়ের মধ্যে কোথাও কোন অপ্রিতিকর খবর পাওয়া যায়নি। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে।

গত ২৯ মে এ দুই উপজেলায় তৃতীয় ধাপে ভোটগ্রহণ হওয়ার কথা ছিলো, ঘূর্ণিঝড় রিমালে কারণে স্থগিত করা হয় এ নির্বাচন। পরে ৯ জুন ভোটগ্রহণের দিন ধার্য করে নির্বাচন কমিশন।

এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইসচেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।দুই উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৫ হাজার ৮৯২ জন। নির্বাচন শেষে ৫০.১৯% ভোটার ভোট প্রয়োগ করেছে। দুই উপজেলায় ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ সফল করার জন্য বিভিন্ন পর্যায়ের অফিসারসহ ৬৫৪জন পুলিশ বাহিনীর সদস্য, এপিপিএন ৩০জন আরআরএফ ৯৫জন, ৪০জন আনসার ব্যাটলিয়নসহ ৮০৪ জন কেন্দ্রে থাকছেন। তাদের সাথে প্রতিটি কেন্দ্রের ভোটার সংখ্যা অনুযায়ী সবনিম্ন ১৩ জন থেকে ১৭জন মহিলা ও পুরুষসহ আনসার ভিডিপি সদস্যরা থাকছেন। ইউনিয়ন ভিত্তিক প্রতিটি কেন্দ্রে একজন ম্যাজিষ্ট্রেট রয়েছেন।

জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটসহ শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে ৩৬টি মোবাইল টিম এই দুই উপজেলায় থাকবে এবং ৩টি করে ৬টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়ে এলাকাজুড়ে টহলে ছিলেন। সর্বশেষ এই রিপোর্ট প্রেরণকালিন সময়ে কেন্দ্রে কেন্দ্রে ভোট গননা চলছে।

বাধন রায়/ইবিটাইমস