চরফ্যাসনে চেয়ারম্যানসহ তিন প্রার্থীর নিরংকুশ বিজয়
চরফ্যাসন(ভোলা)প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে উপজেলা পরিষদ নির্বাচন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। বেসরাকারী ফলাফল অনুযায়ী ১টি পৌরসভাসহ ২২টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন আখন (মোটরসাইকেল প্রতীক) নিয়ে পেয়েছেন ৬৮০৩৫ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ কিবরিয়া (ঘোড়া প্রতীক) নিয়ে পেয়েছেন( ১০৯৮৫ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম সোহেল ( লঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন(৫৭১) এবং একেএম শাহে আলম খোকন (হেলিকাপ্টার প্রতীক) নিয়ে পেয়েছেন ৪৯৬৮ ভোট, এবং সাহিদা আক্তার (আনারস প্রতীক) নিয়ে পেয়েছেন ৪৭১ ভোট।
অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (তালা প্রতীক) নিয়ে মো. ছাদেক মিয়া পেয়েছেন ৬৩,৩৯৩ ভোট , তার প্রতিদ্বি›দ্বী প্রার্থী আবদুল্লাহ আল নোমান নোমান (বই প্রতীক) নিয়ে পেয়েছেন( ২০৮২৩) ভোট।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস প্রতীক) নিয়ে আকলিমা বেগম মিলা পেয়েছেন(৬৬৭২৪) তার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী (ফুটবল প্রতীক) নিয়ে হাসিনা আক্তার পেয়েছেন(১৭৪৮৬) ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
উলেক্ষ্য- বুধবার সকাল থেকে কোন রকম সহিংসতা ছাড়াই উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। পৌর সভা সহ ২২ টি ভোট কেন্দ্রে ১৩১টি কেন্দ্রের ৩লাখ ৯৭ হাজার ৯৫১জন ভোটার ভোট প্রয়োগে অংশ গ্রহন করেছেন। নানান কারণে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই ৬০টি ভোটকেন্দ্রকে ঝঁকিপূর্ণ হিসেবে সনাক্ত করা হলেও নির্বচন চলাকালিন সময়ে কিছু বিচিছন্ন ঘটনা ছাড়াই নির্বাচনী পরিবেশ এখনো শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ভাবে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার নওরীন হক জানান, কঠোর নিরাপত্তার বলয়ে সুষ্ঠু কোন রকম সহিংসতা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস