কাতার এয়ারওয়েজের যাত্রীবাহী বিমানটি দোহা থেকে ডাবলিন যাওয়ার পথে তুরস্কের আকাশে এই ঘটনা ঘটে
আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (২৫ মে) কাতারের রাজধানী দোহা থেকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের উদ্দেশ্যে যথা সময়ে উড্ডয়ন করে বিমানটি। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন (CNN) জানায়,তুরস্কের আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ করেই কাতার এয়ারওয়েজের ফ্লাইট QR 107 তীব্র ঝাঁকুনি খায়।
মাঝ আকাশে এই আকস্মিক ঝাঁকুনির ফলে বিমানে থাকা ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু বলে জানায় সংবাদ
মাধ্যমটি। এই সময় বিমানের কেবিন ক্রুরা যাত্রীদের খাবার পরিবেশন করছিলেন। তবে আকস্মিক ঝাঁকুনি সত্ত্বেও বিমানটিকে তুরস্কে জরুরী অবতরণ
করতে হয়নি।
রবিবার ডাবলিনের স্থানীয় সময় বেলা একটার দিকে কাতার এয়ারওয়েজের QR 107 ফ্লাইটটি ডাবলিন বিমানবন্দরের অবতরণ করলে বিমানবন্দরের
জরুরী পরিষেবা বিভাগের কর্মী, বিমানবন্দরের পুলিশ এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারীরা আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্কের আকাশসীমায় বিমানটিতে তীব্র ঝাঁকুনির ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন যাত্রী, ছয়জন ক্রু সদস্য।
কাতার এয়ারওয়েজের বিমানটি ডাবলিনে অবতরণের পর আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসাসেবা দেওয়া হয়। ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
উল্লেখ্য যে,কয়েক দিন আগে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজেও এমন তীব্র ঝাঁকুনির ঘটনা এবং বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরী অবতরণ করে। এ ঘটনায় হয়ে মারা যান এবং আহত হন ১০৪ জন।
কবির আহমেদ/ইবিটাইমস