ঝালকাঠিতে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করনীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন।

ডিডিএলজি মামুন শিবলির সভাপতিত্বে এই সভায় এসিএলজি মোঃ মাইনুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, জেলা ম্যানেরজার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প অক্ষয় কুমার সরকারের সঞ্চালনায় অবহিতকরণ সভায় মাল্টিমিডিয়ায় প্রকল্পের উপর তথ্য উপস্থাপন করা হয়। ৫৩জন এই অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেছে।

গ্রাম আদালতকে সক্রিয় করে বিভিন্ন ধরণের মামলা মোকদ্দমা চাপ কমে দ্রুত সময়ের মধ্যে গ্রাম আদালতের মাধ্যমে এলাকার মানুষকে স্বস্তিতে রাখার জন্য এই গ্রাম আদালত। ঝালকাঠি জেলার ৩২টি ইউনিয়নে এর কার্যক্রম চলছে। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনবিপি) এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

গ্রামীন এলাকার জনগন বিশেষ করে নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায় বিচারের সুযোগ বৃদ্ধি করার স্থানীয় পর্যায়ের তৃণমূল স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সক্ষমতা উন্নয়ন এবং আইনী সেবা প্রদানের জন্য স্থানীয় বিচার ব্যবস্থার উন্নয়ন এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »