টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পাইলিং বাহী একটি গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দুইজন কাভার্ড ভ্যানের চালক ও হেলপার।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, সকালে পৌলী এলাকায় পাইলিং বাহী একটি লোবেট মহাসড়কের পাশে দাড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা লোবেটের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস