চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাসনে বেপরোয়া গতির ইট বোঝাই ট্রাক ট্রলির চাপায় মো.ইসমাইল (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
২১ মে মঙ্গলবার বিকালে উপজেলার পশ্চিম এওয়াজপুর দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার পুর্ব পাশের পাকা রাস্তায় এঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থী এওয়াজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো.শফিউদ্দিন এর ছেলে এবং রওজাতুল উলুম মডেল মাদ্রাসার প্রথম শ্রেনীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার দুপুরে শিশু শিক্ষার্থী ইসমাইল মাদ্রাসায় যাওয়ার পথে হঠাৎ বেপরোয়া গতির ইটবোঝাই ট্রাক ট্রলিটি এসে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
এসময় ঘাতক ট্রাক ট্রলির চালক ট্রাকটি পেলে চলে যায়।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক মো.গোফরান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস