ঝালকাঠি প্রতিনিধিঃ রাত পোহালেই ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদের নির্বাচন। দুটি উপজেলায় ৩টি করে ৬টি পদে ২৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ঝালকাঠি সদর উপজেলায় ৩টি পদে ৯জন ও নলছিটি উপজেলায় ৩টি পদে ১৪জন প্রার্থী রয়েছেন।
নির্বাচন নিরাপক্ষ ও সুষ্ঠ্য করার জন্য ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের তত্ত্বাবধায়নে বিজিবি সদস্যদের নিয়ে যানবাহন তল্লাসী ও অবৈধ যানবাহন আটক করার কার্যক্রম শুরু করে দিয়েছে। ঝালকাঠি শহরের প্রবেশদার প্রেট্রোল পাম্প মোড়, করেজ মোড় ও ফায়ার সার্ভিস মোরসহ গুরুত্ব পূর্ণ স্থানে এই অভিযান শুরু করা হয়েছে।
ইতিমধ্যেই ব্যালট বাক্স নিয়ে কেন্দ্রগুলিতে প্রিজাইডিং অফিসাররা পুলিশ আনসারদের নিয়ে অবস্থান নিয়েছে। ভোট কেন্দ্র এলাকায় রাত থেকেই মোবাইল টিম কাজ শুরু করবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রার্থীরাও বসে নেই তারাও প্রচার-প্রচারনার কার্যক্রম না থাকলেও পুশিং করে ভোটারদের তাদের পক্ষে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে টাকা পয়সা খরচ করতেও তারা কোন দিধা করছে না।
বাধন রায়/ইবিটাইমস