বাংলাদেশের ৪ বিভাগের আবার ৪৮ ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে
ইবিটাইমস ডেস্কঃ শনিবার (১৮ মে) রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। ফলে গরমের অনুভূতি কিছুটা কমেছে। এছাড়া, দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহওয়া বিভাগ।
হিট অ্যালার্ট জারি: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরো অন্তত ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
শুক্রবার (১৭ মে) সতর্ক বার্তায় আবহাওয়া বিভাগ বলেছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
সতর্ক বার্তায় আরো বলা হয়, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতিও অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি বিবেচনায়, আবহাওয়া বিভাগ শুক্রবার ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনায় তাপপ্রবাহের বিশেষ সতর্কতা জারি করেছে।
শুক্রবার দেশের বেশির ভাগ এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর, ঢাকায় তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন-চার দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
এর আগে, বুধবার (১৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহ সতর্কতা জারি করেছিলো বাংলাদেশ আবহাওয়া বিভাগ। সেই সতর্ক বার্তায়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিবাসীদের সর্তকতামূলক প্রস্তুতি নিতে পরামর্শ দেয়া হয়েছিলো।
আবহাওয়বিদরা বলছেন, বাংলাদেশে মে মাসে সাধারণত যে তাপমাত্রা বিরাজ করে, এখন পর্যন্ত এই বছর সেই তাপমাত্রার চেয়ে গড়ে প্রতিদিন ১ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে।
কবির আহমেদ/ইবিটাইমস