উপজেলা নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যাবহার দেখলে কেন্দ্র বন্ধ করে দেয়া হবে- নির্বাচন কমিশনার আহসান হাবিব খান  

ঝালকাঠি প্রতিনিধিঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) বলেছেন , সারা দেশের মানুষ রাজনৈতিক দলসহ সবার চাওয়া একটি সুষ্ঠ নির্বাচন। এই গুরুদায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যাস্ত। আমাদের একমাত্র লক্ষ্য এবং আন্তরিক প্রচেষ্টা রয়েছে একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহনযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়া। ইতিমধ্যে যে সকল নির্বাচন হয়েছে সেখানে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন হয়েছে। নির্বাচনে পেশি শক্তি,অর্থশক্তি বা ক্ষমতা ব্যবহার ও এলাকায় প্রভাব বিস্তার করা যাবে না। সকলের সম্মেলিত প্রচেষ্ঠায় ভোট গ্রহন নিশ্চিত করা হবে।

শনিবার বেলা ২ টায় বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রাথীগণের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাধিকদের প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলয়াতনে বেলা সাড়ে ১১ টায় এই মতবিনিময় সভা শরু হয়। এই মত বিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) প্রধান অতিথী ছিলেন। ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে পিরোজপুর জেলা প্রশাসক জাহিদুল রহমান ও ঝালকাঠি পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল ও বরিশাল র‍্যাব-৮ এর কমেন্ডিং অফিসার কর্নেল জুবায়ের আলম শুভসহ ৩ জেলার প্রশাসন, আইনশৃঙ্গলা বাহিনী শীর্ষ কর্মকর্তারা উপস্তিত ছিলেন।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »