ভিয়েনা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর  বর্ণবাদ আবার ব্রিটিশ রাজনীতিতে ফিরে এসেছে-বৃটিশ প্রধানমন্ত্রী তুরস্কে আবারও ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে আগ্রহী রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল রাজস্ব ৩৭ বিলিয়ন ডলার কমেছে -জেলেনস্কি ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি লালমোহন থানার সিরাজুল ইসলাম লালমোহনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ফরেনসিক ইনভেস্টিগেশন ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত বন্যা সহনশীলতা কর্মসূচির আওতায় চারা গাছ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে গ্রীষ্মকালীন সুইট ব্যাল্ক টু জাতের তরমুজ চাষে লাভবান কৃষকরা

ভূঞাপুরে বেড়ে গেছে চুরি-ডাকাতি, আতংকিত মানুষ,স্বামী-স্ত্রীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ১০ সময় দেখুন

প্রাণনাশের হুমকি দিয়ে নগদ টাকাসহ ১৯ ভরি স্বর্ণ লুট

টাঙ্গাইল প্রতিনিধিঃ সম্প্রতি টাঙ্গাইলের ভূঞাপুরে বেড়ে গেছে চুরি-ডাকাতি। ফলে আতংকিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। মধ্যরাতে বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে স্বামী-স্ত্রীকে আটকে রেখে নগদ ৬০ হাজার টাকা ও ১৯ ভরি স্বর্ণালংকার ডাকাতি হয়েছে। ডাকাতদের বাধা দিতে গেলে দু’জনকে মারপিট করে আহতও করা হয়।

সোমবার (১৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পশ্চিমপাড়া আলীম আল রাজিম আকন্দের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে ইউপি সদস্য রুবেল সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে ১০ মে ভূঞাপুর বাজার মোড়ের রহিমা ফার্মেসিতে ভয়াবহ চুরি হয়। এতে দোকানের টিনের চাল কেটে ১০ লাখ টাকার ঔষধ ও মালামাল নিয়ে গেছে। ৪ মে শনিবার উপজেলা অলোয়ায় এক প্রধান শিক্ষকের বাড়িতে চুরি করে ১ লাখ টাকা এবং ৩ ভরি সোনা নিয়ে গেছে চোরদল।

ভুক্তভোগী আলীম আল রাজিম জানান, ডাকাতরা বাসার পেছনে লোহার গ্রিল কেটে মধ্যরাতে বাসার ভেতরে প্রবেশ করে। তখন আনুমানিক রাত দেড়টা হবে। পরে হঠাৎ কোনো কিছু শব্দে ঘুম ভাঙলে চিৎকার করার চেষ্টা করলে আমার ও সন্তানদের মাথায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে আমাকে বাঁচাতে চেষ্টা করলে তাকেও মেরে ফেলার হুমকি দিয়ে আলমিরা ও লকারের চাবি চায় ডাকাত দল। চাবি দিতে না চাইলে ডাকাতরা আমাদের সাড়ে ৩ ঘণ্টা আটকে রেখে মারধর করে।  নগদ ৬০ হাজার টাকা ও ১৯ ভরি স্বর্ণ লুটপাট করে নিয়ে তারা পালিয়ে যায়।

তিনি আরও জানান, তারা রাত ৪ টার দিকে পালিয়ে গেলে তাৎক্ষণিক ডাক-চিৎকার করলে লোকজন আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সকালে বিষয়টি ভূঞাপুর থানা পুলিশকে জানানো হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ জানানম ঙ্গলবার ভুক্তভোগী বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ কুমার দত্ত জানান চ ুরি ডাকাতির ঘটনাগুলো জনমনে অব্যশই আতংক অস্বস্তি জাগে। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা। তবেই সাধারণ মানুষ শান্তিতে থাকবে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভূঞাপুরে বেড়ে গেছে চুরি-ডাকাতি, আতংকিত মানুষ,স্বামী-স্ত্রীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

আপডেটের সময় ০২:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

প্রাণনাশের হুমকি দিয়ে নগদ টাকাসহ ১৯ ভরি স্বর্ণ লুট

টাঙ্গাইল প্রতিনিধিঃ সম্প্রতি টাঙ্গাইলের ভূঞাপুরে বেড়ে গেছে চুরি-ডাকাতি। ফলে আতংকিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। মধ্যরাতে বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে স্বামী-স্ত্রীকে আটকে রেখে নগদ ৬০ হাজার টাকা ও ১৯ ভরি স্বর্ণালংকার ডাকাতি হয়েছে। ডাকাতদের বাধা দিতে গেলে দু’জনকে মারপিট করে আহতও করা হয়।

সোমবার (১৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পশ্চিমপাড়া আলীম আল রাজিম আকন্দের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে ইউপি সদস্য রুবেল সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে ১০ মে ভূঞাপুর বাজার মোড়ের রহিমা ফার্মেসিতে ভয়াবহ চুরি হয়। এতে দোকানের টিনের চাল কেটে ১০ লাখ টাকার ঔষধ ও মালামাল নিয়ে গেছে। ৪ মে শনিবার উপজেলা অলোয়ায় এক প্রধান শিক্ষকের বাড়িতে চুরি করে ১ লাখ টাকা এবং ৩ ভরি সোনা নিয়ে গেছে চোরদল।

ভুক্তভোগী আলীম আল রাজিম জানান, ডাকাতরা বাসার পেছনে লোহার গ্রিল কেটে মধ্যরাতে বাসার ভেতরে প্রবেশ করে। তখন আনুমানিক রাত দেড়টা হবে। পরে হঠাৎ কোনো কিছু শব্দে ঘুম ভাঙলে চিৎকার করার চেষ্টা করলে আমার ও সন্তানদের মাথায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে আমাকে বাঁচাতে চেষ্টা করলে তাকেও মেরে ফেলার হুমকি দিয়ে আলমিরা ও লকারের চাবি চায় ডাকাত দল। চাবি দিতে না চাইলে ডাকাতরা আমাদের সাড়ে ৩ ঘণ্টা আটকে রেখে মারধর করে।  নগদ ৬০ হাজার টাকা ও ১৯ ভরি স্বর্ণ লুটপাট করে নিয়ে তারা পালিয়ে যায়।

তিনি আরও জানান, তারা রাত ৪ টার দিকে পালিয়ে গেলে তাৎক্ষণিক ডাক-চিৎকার করলে লোকজন আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সকালে বিষয়টি ভূঞাপুর থানা পুলিশকে জানানো হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ জানানম ঙ্গলবার ভুক্তভোগী বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ কুমার দত্ত জানান চ ুরি ডাকাতির ঘটনাগুলো জনমনে অব্যশই আতংক অস্বস্তি জাগে। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা। তবেই সাধারণ মানুষ শান্তিতে থাকবে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস