ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় অটিজম ও নিউরো ডেবলপমেন্ট ডিজ এ্যাবিলিটিজ বিষয়ক মুক্ত আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সভাকক্ষে সকাল ৯টায় অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে মাউশি বরিশাল শিক্ষা অঞ্চলের সহকারি পরিচালক ডঃ মোঃ শামীম আহসান, আব্দুর রহিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক হুমায়ন কবির, আব্দুর রহিম ও পাপিয়া সুলতানা রিসোর্স পারসোন ছিলেন। কর্মশালায় ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে অটিজমের শিকার হওয়া শিক্ষার্থীদের সহমর্মিতা ও সহানুভূতি দিয়ে তাদের প্রতিবন্ধীতাকে অতিক্রম করার কলাকৌশল বিষয়ে ধারনা দেয়া হয়।
বাধন রায়/ইবিটাইমস