মরহুম খাইরুল আলম দীর্ঘদিন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সৌদি দূতাবাসে চাকরি করে মৃত্যুর সময় অবসরে ছিলেন
ভিয়েনা ডেস্কঃ শুক্রবার(১০ মে) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের মুসলিম কবরস্থানে যথাযথ ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী চিরনিদ্রায় শায়িত হলেন কমিউনিটির সিনিয়র সিটিজেন মরহুম খাইরুল আলম।
এর আগে শুক্রবার ভিয়েনার স্থানীয় সময় সকাল ১১:০০ টায় কবরস্থান সংলগ্ন মসজিদে মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয়। মরহুমের নামাজে জানাজা পড়ান অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম শায়খ ড.মুহাম্মদ ফারুক আল মাদানী। তার সাথে আরও উপস্থিত ছিলেন শায়খ আবদুস সাত্তার।
তাছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,মরহুম খাইরুল আলম দীর্ঘ বছর ভিয়েনায় অবস্থিত সৌদি আরবের দূতাবাসে চাকরি করে অবসরে ছিলেন। পেনশন অবস্থায় তিনি কিডনি সহ নানান জটিল রোগে চিকিৎসাধীন ছিলেন।
গত মঙ্গলবার (৭ মে) বেলা দুইটায় ভিয়েনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর সময় তার আনুমানিক বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই প্রাপ্ত বয়স্ক ছেলে সন্তান সহ অনেক আত্মীয় স্বজন ও শুভাকান্খী
রেখে গেছেন। ভিয়েনার ৫ নাম্বার ডিস্ট্রিক্টে তার নিজের বাড়িতেই তিনি বসবাস করতেন। মরহুমের দেশে পৈতৃক বাড়ি রংপুর জেলায়।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে মহান আল্লাহতায়ালার নিকট তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোক সন্তপ্ত
পরিবারের সদস্যদের প্রতি এই ক্রান্তিকালে ধৈর্য্য ধারণের ক্ষমতা দেয়ার জন্য মহান আল্লাহতায়ালার সাহায্য চাওয়া হয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস