টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌর শহরের উপর দিয়ে বয়ে চলা লৌহজং নদীর উদ্ধারকৃত দুই পাড়ে উন্নত জাতের ঘাসের বীজ রোপন করা হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম লৌহজং নদীর দুই পাড়ের উদ্ধারকৃত জায়গায় নব-নির্মিত ওয়াকওয়েতে উন্নত জাতের ঘাসের বীজ রোপন করেন। এর আগে তিনি নদীর দুই পাড় পরিদর্শন করেন।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও নদীর পাড়ের জনগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উদ্ধারকৃত লৌহজং নদীর দুই পাড় রক্ষার নিমিত্তে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন উন্নত জাতের ঘাসের বীজ রোপন কর্মসুচী শুরু করেছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস